সিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আরও ৩৪ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)র বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গেল ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত থেকে চলা অভিযানে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

- Advertisement -google news follower

গ্রেপ্তারকৃতদের মধ্যে চান্দগাঁও থানায় মো. শাহিন (২৭), মো. জব্বার (৫২) ও মো. আরমান উদ্দিন নিশাত (২০), আকবরশাহ থানায় ওমর মিয়া (৫৪), জালাল হোসেন আরিফ (১৯) ও মো. পারভেজ (২৮)কে গ্রেপ্তার করা হয়েছে।

তাছাড়া, পতেঙ্গা মডেল থানা পুলিশের অভিযানে ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন (৩৫) ও মো. বেলাল উদ্দিন রনি (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -islamibank

নগরীর সদরঘাট থানায় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. মুসলিম উদ্দিন (৩৮), হালিশহর থানায় মো. জিয়াউল হক রাজু (৪৭), ইপিজেড থানায় মো. ফোরকান (৪২), ডবলমুরিং মডেল থানায় মো. শামিমুল করিম (৩৮), মো. আরিফুল ইসলাম (২৩), জাহিদুল ইসলাম (২৪), মো. জুয়েল (৪৫), মো. সাহাব উদ্দিন (৩৯) ও আবু বক্কর সিদ্দিক ওরফে তারেক (২৩)কে গ্রেপ্তার করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ।

এছাড়া, কোতোয়ালী, বাকলিয়া, পাহাড়তলী, চকবাজার, খুলশী, পাঁচলাইশ, কর্ণফুলী, বন্দর ও বায়েজিদ বোস্তামী থানায় মোট ১৮ জন আসামিকে আটক করার তথ্য দিয়েছে সিএমপির গণসংযোগ শাখা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসীবিরোধী আইনে ৩৪ জনকে গ্রেপ্তার করা রয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM