বহদ্দারহাটে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য আটক

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকা থেকে ছিনতাইকারী গ্যাংয়ের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ।

- Advertisement -

বুধবার সকাল সাড়ে ৭ দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ফখরুল ইসলাম (৩০), মো. শাহীন (১৯), মো. মানিক প্রকাশ রিয়াদ (২৮) ও মো. জাহাঙ্গীর (৩৬)।

- Advertisement -google news follower

এদের মধ্যে ফখরুল নোয়াখালী জেলার সদর থানাধীন সোনাপুর আবুল কালামের বাড়ির মৃত আবুল কালামের ছেলে, শাহীন নগরীর পাঁচলাইশ প্রবর্তক মোড় এলাকা ভসমান আবু সুফিয়ানের ছেলে, মানিক প্রকাশ রিয়াদ নোয়াখালী জেলার চাটখীল থানাধীন খেজুরতলী এলাকার মো. রমজানের ছেলে ও জাহাঙ্গীর খাগড়াছড়ি জেলার পানছড়ি থানাধীন সনটিলা এলাকার শফিকুল ইসলামের ছেলে।

তবে তারা সকলেই চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ভাড়া বাসা নিয়ে থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

- Advertisement -islamibank

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে হওয়া গত ১৮ ফেব্রুয়ারির একটি মামলা রয়েছে। পরবর্তী ব্যবস্থা নিতে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM