ভারতের বিহার রাজ্যে নিতিশ কুমারের নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের-এনডিএ সরকার চলতি বছরের নভেম্বরে নির্ধারিত বিধানসভা নির্বাচনের আগে মন্ত্রিসভার আকার বড় করেছে।
বুধবার সাত বিজেপি বিধায়ক রাজ্যের মন্ত্রিসভার মন্ত্রী হিসেবে শপথ নেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
নতুন মন্ত্রীরা হলো– সঞ্জয় সারাওগি, সুনীল কুমার, জিবেশ মিশ্র, মতিলাল প্রসাদ, কৃষ্ণ কুমার মান্টু, রাজু কুমার সিং ও বিজয় কুমার মন্ডল। বিহারের গভর্নর আরিফ মোহাম্মদ খান শপথ পড়ান তাঁদের।
আগামী শুক্রবার বিহারে বাজেট অধিবেশন শুরু হবে। এর দুদিন আগে মন্ত্রিসভার এই সম্প্রসারণ হলো।
এর আগে, রাজস্বমন্ত্রী ও বিজেপির বিহার রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল দলের ‘এক ব্যক্তি, একটি পদ’ নীতিমালা অনুসরণ করে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেন।
এর আগে মুখ্যমন্ত্রী নিতিশ কুমারের নেতৃত্বাধীন মন্ত্রিসভা ছিল ৩০ সদস্যের। এর মধ্যে বিজেপির ১৫, জেডিইউ-এর ১৩, হাম-এর এক এবং এক নির্দল সদস্য ছিল।
সাতজনের শপথের মধ্য দিয়ে এই সংখ্যা বেড়ে ৩৭ হলো, বিজিপির মন্ত্রী হলো ২২ জন।
জেএন/পিআর