বান্দরবানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

দেশজুড়ে ডেস্ক :

বান্দরবানে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন দুই পুলিশ সদস্যসহ ৫ জন।

- Advertisement -

বুধবার সকালে বান্দরবান-কেরানিহাট সড়কের সুয়ালক বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে হোসেন (৩৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

- Advertisement -google news follower

অন্যদিকে বান্দরবান বাসস্টেশন মানুর টেক এলাকায় চিনিবোঝাই ট্রাক উল্টে শামসুল ইসলাম (৪০) নামে একজন নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে চিনিবোঝাই একটি ট্রাক বান্দরবান আসছিল। বুধবার সকালে ট্রাকটি বান্দরবান বাসস্টেশন সংলগ্ন মানুর টেক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

- Advertisement -islamibank

এ সময় ট্রাকে চাপা পড়ে সহকারী চালক শামসুল ইসলাম (৪০) মারা যান। এ ঘটনায় আহত হন ট্রাকে থাকা দুই পুলিশ সদস্যসহ তিনজন।

অন্যদিকে একই দিন সকালে বান্দরবান-কেরানিহাট সড়কের সুয়ালক বান্দরবান বিশ্বিবদ্যালয় এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ

সময় মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী কেরানিহাট হাসপাতালে নিয়ে যায়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল আরোহী হোসেন (২৮) মারা যান। নিহত হোসেন বান্দরবান সদর উপজেলার সুয়ালক এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার সংবাদ পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশের সদস্যরা ঘটনাস্থল গিয়ে উদ্ধারকাজ সম্পন্ন করেন এবং নিহত দুই জনের মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে নিয়ে যান।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, বান্দরবানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। পৃথক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ৫ জন।

গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM