রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন,ঘুমন্ত কিশোরের মৃত্যু

দেশজুড়ে ডেস্ক :

রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন লেগে সাইমন মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

- Advertisement -

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

- Advertisement -google news follower

এর আগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার সতাল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সাইমন শহরতলির সতাল এলাকার লোকমান মিয়ার ছেলে। সাইমনের প্রতিবেশী মাসুদ রানা জুয়েল নামে এক ব্যক্তি জানান, ট্রাকটি নাঈমের মামা হারিছ মিয়ার।

- Advertisement -islamibank

মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কে জেলা পরিষদের সামনে ট্রাকটি থামিয়ে রাখা হয়। সেখানে চালকের আসনে ঘুমায় নাঈমে। পরে গভীর রাতে আগুন ধরে গেলে সে গুরুতর দগ্ধ হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

নিহত সাইমনের বন্ধু আরাফাত জানান, সাইমন চালকের আসনে ঘুমায়। আমাদের ধারণা, গভীর রাতে কয়েলের থেকে ড্রাইভিং সিটে আগুনের সূত্রপাত হলে সাইমন গুরুতর দগ্ধ হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারি বলেন, গভীর রাতে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।

তবে সেখানে পৌঁছার পর দেখেন, এলাকাবাসী আগুন নিভিয়েছে। ট্রাকের সামনের অংশ থেকে গুরুতর দগ্ধ অবস্থায় সাইমনকে উদ্ধার করে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বুধবার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইমন মারা গেছেন বলে জানা গেছে।

ধারণা করা হচ্ছে- কয়েল অথবা সিগারেটের আগুন থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ