মধ্যরাতে ভূমিকম্প অনুভূত হলো সিলেটে। তবে, তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গতকাল বুধবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে সিলেট অঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৩। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সজিব হোসাইন।
তিনি জানান, এ বছরের শুরুতেই একবার ভূমিকম্প হয় সিলেটে। এরপর গতকাল আবার ভূমিকম্প হলো। যার উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মঁরিগাও।
এদিকে হঠাৎ হওয়া ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে নগরবাসীর মধ্যে। এসময় বাসাবাড়ি থেকে বের হয়ে আসেন অনেকেই।
জেএন/পিআর