চট্টগ্রামের সীতাকুণ্ডের শিবচতুর্দশী মেলায় দুই তীর্থযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় মেলার দ্বিতীয় দিনে দুুই পুন্যার্থী গরমে অসুস্থ হয়ে স্ট্রোক করে মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মৃতদের একজনের নাম নান্টু (৬০)। তার বাড়ি চকরিয়ায়। অন্যজনের বয়সও প্রায় ৫০। তিনি মহিলা। নাম পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস লাশ দুটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। মেলা উপলক্ষ্যে সেখানে অনেক মানুষের ভিড় রয়েছে।
সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোকে তাদের মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। একদম পাহাড়ের চূড়ায় তাদের মৃত্যু হয়েছে।
মরদেহ নামানো হয়েছে, যারা মারা গেছে তাদের একজন নারী ও আরেকজন পুরুষ। আমাদের পুলিশ সদস্যরা সেখানে আছেন।
এর আগে বুধবার সকালে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে শিব চতুর্দশীতে ধর্মীয় আচার অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সীতাকুণ্ড রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী ভক্তিপ্রদানন্দ মহারাজ।
এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও মেলা কমিটির সভাপতি মো. ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনোজ কুমার নাথসহ নেতৃবৃন্দ।
সীতাকুণ্ড স্রাইন (মন্দির) কমিটির সহ-সম্পাদক সুব্রত চক্রবর্তী জানান, মেলার প্রথম দিনে এবার দর্শনার্থী তুলনামূলক কম ছিল। কিন্তু আজ মেলার দ্বিতীয় দিনে দর্শনার্থীদের এত ভিড় ছিল যে চন্দ্রনাথ মন্দিরে ওঠার পথে পা ফেলার জায়গা ছিল না।
চন্দ্রনাথ মন্দিরে দুজন তীর্থযাত্রী মারা যাওয়ার বিষয়টি শুনেছি। কিন্তু নাম–পরিচয় পাওয়া যায়নি।
জেএন/পিআর