চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বাকলিয়া থেকে এক বছর বয়সী শিশু রাব্বীকে অপহরণ করে বিক্রি করা হয়। ঘটনার ৭দিন পর শিশু রাব্বীকে উদ্ধার এবং অপহরণ চক্রের মূলহোতাসহ ২ জনকে গ্রেপ্তার করে র‌্যাব-৭।

- Advertisement -

চট্টগ্রাম র‌্যাব-৭ এর কাছে একটি শিশু অপহরণের অভিযোগ আসে। উক্ত অভিযোগের বর্ণনায় জানা যায়, দুলাল নামের এক ব্যক্তি কৌশলে শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়।

- Advertisement -google news follower

এরপর থেকেই সেই শিশুকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তারের জন্য র‌্যাব-৭ চেষ্টা চালিয়ে আসছিল।

গত ১৭ ফেব্রুয়ারি ভুক্তভোগী ফাতেমা আক্তার তার ৫ বছর বয়সী কন্যা ও ১ বছর ৩ মাস বয়সী শিশু পুত্র রাব্বীকে নিয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আসলে দুলাল নামে একজন ব্যক্তি সাথে তার পরিচয় হয়।

- Advertisement -islamibank

পরিচয়ের সুবাদে ফাতেমা আক্তার দুলাল মিয়াকে নেত্রকোনা ট্রেনের সময় জিজ্ঞাসা করলে দুলাল মিয়া জানায়, বৃহস্পতিবার নেত্রকোণাগামী কোনো ট্রেন নেই।

ভুক্তভোগী ফাতেমা আক্তার দুলাল মিয়াকে চট্টগ্রাম জেলার বোয়ালখালী এলাকায় তাদের বাড়িতে পৌঁছে দেয়ার জন্য অনুরোধ করলে দুলাল মিয়া ভুক্তভোগী ফাতেমা আক্তার এবং তার সন্তানদের নিয়ে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকার বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করতে থাকে।

ঘুরাঘুরির এক পর্যায়ে দুলাল মিয়া ভুক্তভোগী ফাতেমা আক্তারকে বিভিন্ন কৌশলে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার বাসুর কলোনীতে নিয়ে যায় এবং সেখানে একটি রুম ভাড়া করে দেন।

পরর্বতীতে ১৯ ফেব্রুয়ারি ভুক্তভোগী ফাতেমা আক্তার সকালের নাস্তা খেয়ে বাথরুমে গেলে এই সুযোগে দুলাল মিয়া ভুক্তভোগী ফাতেমা আক্তারের ছেলে শিশু রাব্বীকে নিয়ে পালিয়ে যায়।

পরে উক্ত ঘটনায় ভুক্তভোগী ফাতেমা আক্তারের স্বামী বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় মোঃ দুলাল মিয়াকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

পরে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামী মো. দুলালের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় চুরির ১টি মামলা আছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM