চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউপির নিউ দাঁতমারা চা বাগানের ভেতরে পড়েছিলো বেলাল নামে এক ব্যক্তির গলা কাটা মরদেহ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মৃত বেলাল ওই এলাকার বাসিন্দা। সে পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, বিকেলে চা বাগানের ভেতর থেকে প্রচন্ড দুর্গন্ধ পেয়ে এলাকাবাসীরা ঘটনাস্থলে পৌছে দেখেন এক ব্যক্তির গলাকাটা মরদেহ পড়ে আছে। তাৎক্ষনিক বিষয়টি থানাকে অবহিত করলে পুলিশের একটি টিম সেখানে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।
ভূজপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুল হক জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। । তিনি কীভাবে নিহত হয়েছেন এবং কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা তদন্ত করা হচ্ছে।
জেএন/পিআর