গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি প্রকাশ

রাজনীতি ডেস্ক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করা গঠন করা ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে।

- Advertisement -

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।

- Advertisement -google news follower

কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার, সদস্য সচিব এবং অন্যান্য পদপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সংগঠনের মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরী।

নতুন কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বিইউপি, ইউল্যাব, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও মাদরাসার শিক্ষার্থীরা পদ পেয়েছেন।

- Advertisement -islamibank

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব মহির আলম, মুখপাত্র আশরেফা খাতুন, ঢাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের, সদস্য সচিব আল আমিন সরকারসহ আরো অনেক সদস্য।

এদিন নতুন ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’-এর নাম ঘোষণা করা হয়, যা গত ১৭ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আসা একটি অংশের উদ্যোগে গঠিত হয়। সংগঠনটির মূল স্লোগান হলো ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য একটি অংশ জাতীয় নাগরিক কমিটির সঙ্গে নতুন রাজনৈতিক দল গঠনের কাজ এগিয়ে নিয়েছে, যা আগামী শুক্রবার মানিক মিয়া অ্যাভিনিউতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, যিনি সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে পদত্যাগ করেছেন, নতুন দলের সাথে যোগ দিতে পদত্যাগ করেছেন। তিনি তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM