চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৬ উপ-কমিশনারকে (ডিসি) বদলি করা হয়েছে। যাদের মধ্যে চারজন কর্মকর্তা ৫ থেকে ৯ বছর ধরে ঘুরে ফিরে আছেন সিএমপিতেই। অথচ পুলিশ প্রবিধান অনুযায়ী, কোনো পুলিশ সদস্য তিন বছরের বেশি একই কর্মস্থলে থাকতে পারবেন না। এদিকে, সম পদমর্যাদার দুজন কর্মকর্তাকে পুলিশের ভিন্ন ইউনিট থেকে সিএমপিতে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। প্রজ্ঞাপনটি সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (সরবরাহ) মো. তারেক আহম্মেদকে সিলেট মেট্রোপলিটন পুলিশে, বিশেষ শাখার উপ-কমিশনার মো. মোখলেছুর রহমানকে পুলিশ সুপার হিসেবে ট্যুরিস্ট পুলিশে, ট্রাফিক উত্তর বিভাগের উপ-কমিশনার জয়নুল আবেদিনকে অপরাধ তদন্ত বিভাগের পুলিশ সুপার হিসেবে, দক্ষিণ বিভাগের উপ-কমিশনার শাকিলা সোলতানাকে পুলিশ সুপার হিসেবে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়।
এছাড়া গোয়েন্দা বিভাগের (উত্তর) উপ-কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার হিসেবে এবং প্রসিকিউশন শাখার উপকমিশনার এ.এ.এম হুমায়ুন কবীরকে অপরাধ তদন্ত বিভাগের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে ঠাকুরগাঁও ইন সার্ভিস ট্রেনিং কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. আমিরুল ইসলামকে নগর পুলিশের উপকমিশনার এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. আলমগীর হোসেনকে চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
জেএন/এমআর