পোপের শারীরিক অবস্থার উন্নতি

ধর্ম ডেস্ক :

ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ভ্যাটিকান। তিনি হাসপাতালে বসে কিছু কাজও করছেন।

- Advertisement -

গতকাল বৃহস্পতিবার ভ্যাটিকান এক বিবৃতিতে জানিয়েছে, ৮৮ বছর বয়সী পোপের নিউমোনিয়ার চিকিত্সা চলছে।

- Advertisement -google news follower

চিকিত্সকরা জানিয়েছেন, বুধবার সন্ধ্যা থেকে পোপের শারীরিক অবস্থার উন্নতি হয়। এরপর ভ্যাটিকান জানায়, বুধবার রাতটি পোপ শান্তিতে কাটিয়েছেন। যদিও তিনি এখনো বিপদমুক্ত নন। হাসপাতালে বসেই পোপ ভ্যাটিকানের দৈনন্দিন কার্যক্রম অব্যাহত রেখেছেন।

গত ১৪ ফেব্রুয়ারি ফুসফুস সংক্রমণ নিয়ে ইতালির রোমে জেমিলি হাসপাতালে ভর্তি হন পোপ। পরে জানা যায়, তিনি নিউমনিয়াতেও আক্রান্ত হয়েছেন। সেইসঙ্গে কিডনি ফাংশনেও জটিলতা ধরা পড়ে।

- Advertisement -islamibank

তবে তার চিকিত্সকরা জানিয়েছেন, কিডনির জটিলতা অনেকটা নিরাময়যোগ্য। এদিকে পোপের সুস্থতা কামনায় দেশে দেশে প্রার্থনা করছেন খ্রিষ্টানরা। গির্জায় গির্জায় চলছে আরাধনা।

গত সপ্তাহে পোপ নিজেই সতর্ক করে দিয়েছিলেন, এ যাত্রায় তার বাঁচার সম্ভাবনা কম। এরপরই তার শেষকৃত্যের মহড়ার জন্য প্রস্তুতি শুরুর কথাও জানায় ভ্যাটিকান কর্তৃপক্ষ।—রয়টার্স

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM