শিক্ষাখাতে দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা নওফেলের

শিক্ষাখাতে দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

- Advertisement -

চট্টগ্রাম সার্কিট হাউসে শুক্রবার (১১ জানুয়ারি) সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।

- Advertisement -google news follower

এ সময় নওফেল বলেন, পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস রোধে কঠোর হব। নতুন করে স্কুল-কলেজ সরকারিকরণে উদ্যোগ নেওয়া হবে। এছাড়া সরকারি স্কুল-কলেজগুলোর অবকাঠামোগত উন্নয়ন ও আসন বৃদ্ধি করা হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী আমার উপর যে দায়িত্ব দিয়েছেন, তার প্রতিদান দেবো।

- Advertisement -islamibank

সভায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, দায়িত্ব পালনকালে সবসময় নওফেলের পাশে থাকব।

মতবিনিময় সভায় নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দীন, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে নওফেল প্রয়াত আওয়ামী লীগ নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক এম এ আজিজের কবর জিয়ারত করেন।

জয়নিউজ/হিমেল/ আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM