অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে: শাহজাহান চৌধুরী

অনলাইন ডেস্ক

অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী

- Advertisement -

শুক্রবার বিকাল ৫টায় মাহে রমাদানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আয়োজিত নগরীর জাতীয় মসজিদ জামিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে তিনি এই দাবি জানান। এর আগে বিকাল ৫টায় নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ এক বিশাল মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিইসির মোড় হয়ে ২ নম্বর গেট মোড় এসে সমাবেশে পরিণত হয়।

- Advertisement -google news follower

বিশাল মিছিল ও সমাবেশে চট্টগ্রাম মহানগরী জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা ছাড়াও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সর্বস্তরের শ্রমিক জনতা অংশগ্রহন করেন।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, নগর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান এলাহী, আমির হোছাইন, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, ফখরে জাহান সিরাজী সবুজ, মাহমুদুল আলম প্রমুখ।

- Advertisement -islamibank

আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, অশ্লীলতা-বেহায়াপনা বন্ধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে।

তিনি বলেন, পবিত্র রমজান সামনে রেখে দ্রব্যমূল্য আবারও দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে। বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় পেলার জন্য ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটতে ব্যস্ত রয়েছে। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে সেহরি ও ইফতার করতে পারে, সেজন্য প্রয়োজনে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে হলেও রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। চাল, ডাল, তেল খেজুরসহ নিত্যপণ্য অতিরিক্ত শুল্কের ফলে মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। তিনি সিন্ডিকেট ভেঙে দিয়ে অসাধু ব্যবসায়ী ও অর্থপ্রচারকারী দুর্নীতিবাজদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM