আশুলিয়ার জিরাবো এলাকায় বন্ধ থাকা একটি তৈরি পোশাক কারখানায় ডাকাতি ও মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টা থেকে ভোর ৪টার মধ্যে ম্যাগপাই গ্রুপের প্রতিষ্ঠান ম্যাগপাই নিটওয়্যার লিমিটেডে ঘটনাটি ঘটে। গত বছরের ৫ জানুয়ারির পর থেকে কারখানাটি বন্ধ রয়েছে।
ম্যাগপাই গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক কায়ছার আলী জানান, গেল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে প্রথমে পাঁচজন প্রাচীর টপকিয়ে ফ্যাক্টরির মধ্যে প্রবেশ করে। এরপর তারা নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে দরজা খুলে ২০ থেকে ২৫ জন ঢুকে।
তিনি আরও বলেন, ডাকাতরা গার্ডদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে কারখানা থেকে ব্যাটারি, আইপিএস, কেবল, এসি, মোটর, কম্পিউটারসহ প্রায় তিন কোটি টাকার মতো মালামাল নিয়ে চলে যায়।
ডাকাতরা লুটপাটের পর লুট করা মালামাল একটি ট্রাকে তুলে ভোররাত ৪টার দিকে কারখানা এলাকা ত্যাগ করে। এ সময় কারখানা সংলগ্ন একটি দোকানেও লুটপাট চালায় তারা।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এরইমধ্যে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতিষ্ঠানটির আলামত দেখে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি ডাকাতির ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, ওই প্রতিষ্ঠানের ভাষ্য মতে, ডাকাতরা ৩০ থেকে ৩৫ জন ছিল। কারখানাটি প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
জেএন/পিআর