বলিভিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৭

ভিনদেশ ডেস্ক :

বলিভিয়ার পশ্চিমাঞ্চলীয় পোটোসি অঞ্চলে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।

- Advertisement -

দেশটির পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

- Advertisement -google news follower

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার সকাল ৭টায় উয়ুনি এবং কোলচানি শহরের মধ্যবর্তী রুটে দুর্ঘটনাটি ঘটে।

পোটোসির বিভাগীয় পুলিশ কমান্ডের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, দুর্ঘটনার কারণে আহত ৩৯ জনকে চারটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ৩৭ জনের প্রাণহানি ঘটেছে।

- Advertisement -islamibank

হতাহতদের পরিচয় শনাক্ত করতে পুলিশ সদস্যরা কাজ করছেন বলে জানান এই কর্মকর্তা। দুর্ঘটনায় কবলিত একটি বাস ওরুরোর দিকে যাচ্ছিলো বলে খবরে বলা হয়েছে।

পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনায় বেঁচে যাওয়া দুই চালকের মধ্যে একজনকে যাত্রীরা মদ্যপ অবস্থায় দেখতে পেয়েছিলেন।

তবে এর বিস্তারিত কিছু জানায়নি দেশটির পুলিশ। এ ছাড়া দুই বাসের সংঘর্ষ কীভাবে হলো- সেই সম্পর্কেও কিছু বলা হয়নি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM