চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সীবিচ এলাকায় পরিকল্পিত মব তৈরি ও ত্রাস সৃষ্টি করে পুলিশ কর্মকর্তাকে মারধর ও জিনিসপত্র ছিনতাইয়ের ঘটনায় আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গেল ২৪ ঘন্টার মধ্যে নগরের পাঁচলাইশ থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পতেঙ্গা মডেল থানার পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, গনপতি (৫৭), হামিদুর রহমান (৩০), রোহান (২০), আরিফ প্রমাণিক (৩৫), রাব্বি (৩৫), শুভ (১৯), জীবন (২৬), রুমেল (৩০), রেজাউল করিম (৪৫) ও সিয়াম শেখ (১৮)।
রবিবার (২ মার্চ) পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, সিএমপির বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার বদরুল আলম মোল্লার সার্বিক দিক-নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হবে।
জেএন/পিআর