চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ডোম পাড়া সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত ব্যাটারিচালিত অটোরিকশা চালক জাহিদুল ইসলাম (১৯) মারা গেছেন।
শনিবার (১ মার্চ) রাত আনুমানিক ১১ টার দিকে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে তার মৃত্যু হয়।
নিহত জাহিদুল উপজেলা পৌরসভা ১নং ওয়ার্ড ভাদালিয়া গ্রামের বাচুর বাপের বাড়ির বাসিন্দা মৃত হাবিব উল্লাহর ছেলে বলে জানা গেছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, গতকাল শনিবার রাত সোয়া ৯টার দিকে সরল ইউনিয়নের ডোম পাড়া সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এক রিকশাচালককে কাঁদতে দেখে এগিয়ে আসেন স্থানীয়রা।
মুমুর্ষ অবস্থায় রিকশাচালক আমাকে ছুরি মেরেছে বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয় কয়েকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. অনিক বড়ুয়া বলেন, সরল ব্রিজ এলাকা থেকে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ব্যাটারিচালিত অটোরিকশাটি সেখানেই পড়ে ছিল।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চালকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানান বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার।
জেএন/পিআর