এতিম ও ছিন্নমূল রোজাদারদের জন্য মাসব্যাপী ইফতারের উদ্বোধন করলেন চসিক

অনলাইন ডেস্ক

নগরীর ছিন্নমূল মানুষের জন্য বিনামুল্যে মাসব্যাপী ইফতার ও সেহরির আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগীতায় এই আয়োজন চলবে পুরো রমজান মাস ব্যাপী।

- Advertisement -

নগরীর ঐতিহাসিক বিপ্লব উদ্যানে এই আয়োজন আজ বিকেল সাড়ে ৫ টায় উদ্বোধন করেন সিটি মেয়র। সেখানে প্রথমদিন প্রায় ৬০০ শতাধিক মানুষ ইফতার করে। এছাড়াও সিআরবি ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশনেও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করে বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীরা।

- Advertisement -google news follower

সিটি মেয়র তার বক্তব্যে বলেন “বিদ্যানন্দ ফাউন্ডেশন সবসময় ভাল কাজ করে। সিটি কর্পোরেশন তাদের সব ভাল কাজের পাশে আছে ও ভবিষ্যতেও থাকবে। তিনি আশা করেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের মতো সমাজের অন্যান্য বিত্তবান মানুষেরাও যাতে ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়ায়”

বিদ্যানন্দ ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য জামাল উদ্দিন বলেন “সাম্য ও ভ্রাতৃত্বের আহবান নিয়ে প্রতি বছর পবিত্র রমজান মাস আমাদের সামনে হাজির হলেও ধনী দরিদ্রের বৈষম্য রয়ে যায়। তাই ইফতার ভাংগার মুহুর্তে সেই বৈষম্যও ভাংগার প্রচেষ্টার অংশ হিসেবে এই ধরনের আয়োজন আমরা করে থাকি। সারাদেশে লক্ষাধিক ছিন্নমূল রোজাদারকে ইফতার ও সেহরি খাওয়াব আমরা। চট্টগ্রামে প্রতিদিন ১০০০ মানুষ বিনামুল্যে সেহরি ও ইফতার পাবেন বিপ্লব উদ্যান,সিআরবি সহ বিভিন্ন নিম্ন আয়ের এলাকায়”

- Advertisement -islamibank

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে মেয়রের একান্ত সচিব মারুফুল হক মারুফ, সৃজনশীল প্রকাশক পরিষদ সভাপতি সাহাবুদ্দিন বাবু, পাঁচলাইশ থানার ওসি মো: সোলেমান সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM