অবশেষে আলু সংরক্ষণে ভাড়া নির্ধারণ করল কৃষি বিপণন অধিদপ্তর

অনলাইন ডেস্ক

বিদুৎ বিল, ব্যাংক ইন্টারেস্ট ও ডলারের মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে হঠাৎ করে হিমাগারে আলু সংরক্ষণে ভাড়া বাড়িয়ে দেয় হিমাগার মালিকপক্ষ। এতে দেশের বিভিন্ন এলাকায় চাষিরা বিক্ষোভ দেখান। এমন পরিস্থিতিতে কৃষকের স্বার্থ রক্ষার উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয়। হিমাগারে এক কেজি আলু রাখার সর্বোচ্চ ভাড়া ৬ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর।

- Advertisement -

রোববার কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রেজা আহমেদ খান সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

- Advertisement -google news follower

এর আগে গেল ৮ ফেব্রুয়ারি চলতি মৌসুমে প্রতিকেজি আলুর ভাড়া ৮ টাকা নির্ধারণের কথা জানায় হিমাগার মালিকদের সংগঠন–বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। এর আগে হিমাগারে ভাড়া বাড়ানোর প্রতিবাদে গেল ২ ফেব্রুয়ারি এবং ১৯ ফেব্রুয়ারি দুই দফায় সড়কে আলু ফেলে প্রতিবাদ জানান রাজশাহীর আলুচাষীরা। এছাড়া ভাড়া বাড়ানোর প্রতিবাদে কুড়িগ্রাম, দিনাজপুর, বগুড়াতেও সড়কে আলু ফেলে প্রতিবাদ জানান কৃষকরা।

কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, প্রতিকেজি আলুর হিমাগার ভাড়া ৮ টাকা করেন কোল্ড স্টোরেজ মালিকরা। এরপর আমরা কৃষকের স্বার্থ রক্ষার উদ্যোগ নিয়েছি। আমরা বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সঙ্গে বসে তাদের কথাও শুনেছি। দুই পক্ষের মতামতের ভিত্তিতে বাস্তবতা বিবেচনা করে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। এতে কৃষকও উপকৃত হবেন, আবার কোল্ড স্টোরেজ মালিকরা ন্যায্য ভাড়া পাবেন।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM