চকবাজার থানার ওসির বাড়িতে অস্ত্র ঠেকিয়ে গরু লুট

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবিরের বাড়ি থেকে অস্ত্র ঠেকিয়ে ৩টি গরু লুট করে নিয়ে গেছে ৮-১০ জনের ডাকাতদল।

- Advertisement -

ঘটনাটি ঘটেছে গত (২ মার্চ) রবিবার দিবাগত রাত দেড়টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডের চড়াপাড়া সালাহউদ্দিন ব্রিজ সংলগ্ন মাস্টার আহমদ কবির বাড়িতে।

- Advertisement -google news follower

ওসির ভাই রাশেদুল কবির বলেন, রবিবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে একদল ডাকাত হঠাৎ করে কয়েক রাউন্ড গুলি করে। এতে আমরা তাদেরকে ধাওয়া করতে চেষ্টা করি। কিন্তু ডাকাত দলের অস্ত্রের মুখে তাদেরকে ধাওয়া করা সম্ভব হয়নি। একপর্যায়ে গুলি করে মিনি পিকআপ দিয়ে আমার গৃহপালিত ৩টি গরু লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নেব।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার দিবাগত রাতে একদল ডাকাত মাস্টার আহমদ কবির তথা ওসি জাহেদের বাড়ি থেকে অস্ত্র দিয়ে ঠেকিয়ে পিকআপ দিয়ে গরু ডাকাতি করে নিয়ে যায়। ডাকাতির ঘটনায় তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM