আখাউড়ায় আবাসিক হোটেলে পুলিশের হানা, নারীসহ আটক ৪

দেশজুড়ে ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অসামাজিক কার্যকলাপের অপরাধে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

- Advertisement -

মঙ্গলবার (৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানা পুলিশ।

- Advertisement -google news follower

আটককৃতরা হলেন, পৌরসভার তারাগন এলাকার জালু মিয়ার ছেলে সাব্বির (৩০), হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা এলাকার মো. রাফি (১৮), ব্রাহ্মণবাড়িয়া সদরের চিনাইর এলাকার নূর মোহাম্মদের ছেলে পলাশ মিয়া (৩৭) ও ময়মনসিংহের তারাকান্দা পাগলা বাজার এলাকার মারফত আলীর মেয়ে জেসমিন (১৯)।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন জানান, বলেন, পৌর শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পৌর শহরের সড়ক বাজারে অবস্থিত ভুঁইয়া বোর্ডিংয়ে রোববার রাত ১১টার দিকে অভিযান চালানো হয়।

- Advertisement -islamibank

অভিযানে এক নারীসহ ৪ জনকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM