ব্যান্ড তারকা জেমসকে নিয়ে নায়িকা রথির বিস্ফোরক মন্তব্য

বিনোদন ডেস্ক :

নব্বই দশকে ‘আনন্দ বিচিত্রা ফটো সুন্দরী’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ ঢালিউডে চাঁদনী নামে পরিচিত চিত্রনায়িকা কানিজ রাবেয়া রথির প্রেম থেকে সম্পর্ক গড়ায় বিয়ে পর্যন্ত।

- Advertisement -

১৯৯১ সালে ভালোবাসে চিত্রনায়িকা কানিজ রাবেয়া রথিকে বিয়ে করেছিলেন নগরবাউল ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট ফারুক মাহফুজ আনাম (জেমস)। ২০০৩ সালে এই সংসারে ইতি টানার আগে তাদের ঘরে জন্ম নেয় ২ সন্তান।

- Advertisement -google news follower

তবে বিয়ের পর সিনেমা ‘না’ করার শর্ত জুড়ে দেন ব্যান্ড তারকা জেমস। তার কথা মেনে সিনেমা ছাড়েন রথি। তার সাথে ১১ বছর সংসার করেন জেমস।

২০০২ সালে রথিকে না জানিয়ে বেনজির সাজ্জাদ নামে এক ভক্তকে বিয়ে করেন জেমস। যার দরুণ বিষয়টি আদালত পর্যন্ত গিয়ে গড়ায়।

- Advertisement -islamibank

তবে, রথির নয় বেনজিরের বাবার মামলায় জেলে যান জেমস। ওই বিয়ের জেরে ২০০৩ সালে বিচ্ছেদ হয় জেমস-রথির।

পরবর্তীতে ২০১০ সালে কানাডা প্রবাসী সৈয়দ নজরুল ইসলাম বীপুর সঙ্গে ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও টেকেনি রথির সে সংসারও।

এদিকে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দুই সন্তানের খোঁজ নেন না জেমস’ এমন সংবাদভিত্তিক ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, বেশ কয়েক বছর আগে রথি দাবি করেন, দুই সন্তান আবরার আলভী দানিশ ও জান্নাতুল ফেরদৌসের কোনো খোঁজ নেন না জেমস। অথচ সবখানে বলে বেড়ান, সন্তানদের সবকিছুই তিনি চালান।

তিনি বলেন, প্রথমে হঠাৎ হঠাৎ মন চাইলে ফোন করত, এরপর আর কোনো যোগাযোগ নেই।

অনেক আগে হাই–হ্যালো হতো, এখন তো তাও নেই। ঈদের মতো উৎসবে যেমন খবর নিত না, তেমনি ছেলেমেয়েদের জন্মদিন শুভেচ্ছা পর্যন্ত জানাত না।

এর আগে, করোনা মহামারীর সময় রথি সংবাদমাধ্যমকে জানান, এই করোনায় সন্তানদের একটিবার খোঁজ নেয়নি।

মেয়েটা কিছুদিন আগে এসএসসি পাস করেছে, ফলাফল বাবাকে হোয়াটসঅ্যাপে জানায়, এসএমএস দেখেছে, কিন্তু কোনো উত্তর দেয়নি। একটা উইশ পর্যন্ত করেনি।

পরে রাজধানীর বেইলি রোডে একটি ফুডকোর্ট চালু করেছেন রথি। সেইসঙ্গে অনলাইনে নিজের ডিজাইন করা পোশাকও বিক্রি করছেন।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে রথি বলেন, আমি বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। এখন যা করছি, খুবই উপভোগ করছি। আনন্দ নিয়েই করছি।

নিজের সন্তানদের প্রসঙ্গে বছর দুয়েক আগে তিনি বলেন, সন্তানদের নিয়ে ভালোই আছি। আমার ছেলে ফ্রিল্যান্স ভিডিও মেকিংয়ের কাজ করে।

ইউএনএ’র সঙ্গে যুক্ত হয়ে রোহিঙ্গাদের নিয়েও কিছু কাজ করেছে। মেয়ে তো এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM