চান্দগাঁওতে মাদক ও যৌতুক মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ও যৌতুক মামলার দুই আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে।

- Advertisement -

মঙ্গলবার (৪ মার্চ) সকালে চান্দঁগাও থানাধীন মৌলভী পুকুর পাড় এবং সিএন্ডবি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

এদের মধ্যে মাদক মামলায় চান্দগাঁও থানা এলাকার রাহাত্তরপুল পুরাতন চারতলা এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে মো. ওয়াহিদুল আলম প্রকাশ বাবু ও যৌতুকের মামলায় চান্দগাঁও থানাধীন পাঠানিয়া গোদা এলাকার বাসিন্দা মো. শফি প্রকাশ শফিকের ছেলে মো. হাবেজকে গ্রেপ্তার করা হয়।

তাছাড়া পৃথক অপর অভিযানে গ্রেপ্তার দুজন হলেন কক্সবাজারের চকরিয়া এলাকা, বর্তমানে চান্দঁগাও এলাকায় বসবাসরত মো. রাসেল মিয়া (২০) এবং বাকলিয়া বলিরহাট এলাকার আলী আকবর (৩০)।

- Advertisement -islamibank

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দীন জানান, সকালে মাদক মামলার আসামি ওয়াহিদুল আলম প্রকাশ বাবু ও যৌতুক মামলার আসামি মো. হাবেজ এবং পরে পৃথক অপর এক অভিযানে দুজনসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM