রমজানের শুরু থেকে চট্টগ্রামে ভোজ্যতেলের উচ্চমূল্যে যে সংকট তৈরি হয়েছে তা থেকে উত্তরণের জন্য বিশেষ এক উদ্দ্যেগ গ্রহণ করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসন।
ভোজ্যতেলসহ নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ত্বরিত পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছেন জেলা প্রশাসক ফরিদা খানম।
আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় রমজানে বিদ্যমান ভোজ্য তেলের মূল্য পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক, চট্টগ্রাম ফরিদা খানম তার বক্তব্যে বলেন, “রমজানে বর্তমানে ভোজ্য তেলের উচ্চমূল্যে যে সংকট তৈরি হয়েছে তা থেকে উত্তরণের জন্য ত্বরিত পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এ সময় তিনি সকলের কাছ থেকে সয়াবিন তেলের খুচরা মূল্য নির্ধারণের জন্য পরামর্শ আহবান করেন। সকল ব্যবসায়ীদের সাথে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে খুচরা বাজারে খোলা সয়াবিন তেলের সর্বোচ্চ মূল্য প্রতি লিটারে ১৬০ টাকা নির্ধারণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং বলা হয় সমগ্র চট্টগ্রাম জেলা ব্যাপী এই মূল্য আগামী ১০ই এপ্রিল তারিখ পর্যন্ত কার্যকর থাকবে।
এছাড়াও সয়াবিন তেলের মূল্য বাজারে কার্যকর আছে কিনা তা মনিটরিং করার জন্য নিয়মিত জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন কর্তৃক অভিযান চলমান থাকবে বলেও জানানো করা হয়।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, “অন্যান্য মুসলিম দেশগুলি রমজানে ভর্তুকি প্রদান করে পণ্যের দাম স্বাভাবিক রাখে। তা থেকে শিক্ষা নিয়ে আমাদেরকেও বাজারের এই বিদ্যমান অস্থিরতা নিয়ন্ত্রণ করতে হবে।”
জেলা প্রশাসক চট্টগ্রামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় চট্টগ্রাম পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, গোয়েন্দা সংস্থার প্রতিনিধিবৃন্দ, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, ছাত্র প্রতিনিধি দল, ভোক্তা প্রতিনিধিদল এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে সকল পাইকারি এবং খুচরা ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে সয়াবিন তেল ক্রয় বিক্রয়ের জন্য অনুরোধ জানান জেলা প্রশাসক ফরিদা খানম।
জেএন/পিআর