দেশে মব জাস্টিস বা মবের কোনো স্থান বাংলাদেশে নেই

জাতীয় ডেস্ক :

ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের ভেতরেই নির্বাচন হবে বলে জানালেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দেশে নতুন করে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে বলেও জানান তিনি।

- Advertisement -

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, দেশে মব জাস্টিস বা মবের কোনো স্থান বাংলাদেশে নেই। যে মুহূর্তে ঘটনা ঘটছে সে মুহূর্তেই আমরা ব্যবস্থা নিচ্ছি।

- Advertisement -google news follower

মোহাম্মদপুরের উত্তপ্ত পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, যেহেতু মোহাম্মদপুরের ঘটনায় উভয় পক্ষই মীমাংসা করেছেন সেহেতু এই বিষয়টা স্বপ্রণোদিত এর বাইরে নেয়ার আর সুযোগ থাকছে না।

আর স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় (জাহাঙ্গীর আলম চৌধুরী) স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবেই থাকছেন।

- Advertisement -islamibank

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সরকার চাঁদাবাজি রোধে অবস্থান নিচ্ছে। কোন দল চাঁদাবাজি করছে, কোন দল করছে না সরকার সেটা দেখবে না।

কোনো বিশেষ দলের দিকে ইঙ্গিত করে থাকলে সেই বিশেষ দলকে প্রশ্ন করতে হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM