এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে এখনো একবারও টসে জিততে পারেনি ভারত।
আজকের ম্যাচসহ টানা ১৪ ওয়ানডেতে টসে না জিতে এবার এক বিব্রতকর রেকর্ড গড়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
আজ মঙ্গলবার (৪ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসভাগ্য আবারও ভারতের বিপক্ষে যায়। বর্তমানে রোহিত শর্মা যৌথভাবে টস হারার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন।
এদিকে, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পর থেকে ভারত টানা ১৪টি ওয়ানডে ম্যাচে টস হেরেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ২১ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৫ রান।
এদিকে আজকের ম্যাচে জয়ী দল অপর দিনের আরেক সেমিফাইনালে জয়ী দলের সঙ্গে ফাইনাল খেলবে। দ্বিতীয় সেমিফাইনাল আগামীকাল বুধবার (৫ মার্চ)। সেখানে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা।
জেএন/পিআর