শেখ মুজিবের নামে আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা, ২০২৪ বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) উপদেষ্টা পরিষদের ২৩-তম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উপদেষ্টা পরিষদের বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা, ২০২৪’ বাতিলের প্রস্তাব অনুমোদন হয়েছে।
বৈঠকে ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
এতে বলা হয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
এছাড়া ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
এতে বলা হয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে সারসংক্ষেপের সহিত উপস্থাপিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
গত ৮ আগস্ট ২০২৪ হতে ৩১ জানুয়ারি ২০২৫ মেয়াদে উপদেষ্টা পরিষদের ২২টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকসমূহে মোট ১৩৫টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এর মধ্যে ৯২টি সিদ্ধান্ত (৬৮%) বাস্তবায়িত হয়েছে। এ সময়কালে জারিকৃত অধ্যাদেশ ২০টি, অনুমোদিত নীতিমালা দুটি, দ্বিপাক্ষিক/আন্তর্জাতিক চুক্তি/প্রটোকল ১১টি।
জেএন/পিআর