রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এক যুবকের কাছ থেকে ৩৯৯ গ্রাম (৩৪ ভরি) স্বর্ণ ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে পুলিশ কর্তৃক।
বুধবার (৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে কমলাপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে জেলা পুলিশ সুপারের সংবাদমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বুধবার (৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে কাইয়ুম (২৩) বিমানবন্দর রেলস্টেশন থেকে একতা ট্রেন যোগে কমলাপুর রেলস্টেশন নামেন।
তার সঙ্গে থাকা আনুমানিক ৩৯৯ গ্রাম (৩৪ ভরি) স্বর্ণ তাতিবাজারে তার দুলাভাই আলাউদ্দিনের নিকট পৌঁছে দেওয়ার উদ্দেশে বের হয়েছিলেন।
স্টেশন থেকে বের হওয়া মাত্রই স্টেশন চত্বরে আগে থেকে ওৎ পেতে থাকা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র ভিকটিমকে ঘিরে ধরে এবং তার প্যান্টের পকেটের ভেতর পুটলিতে মোড়ানো স্বর্ণগুলো নেওয়া জন্য ধস্তাধস্তি শুরু করে।
একপর্যায়ে তার চিৎকারে স্টেশন চত্বরে কর্তব্যরত রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুইজন সদস্য এগিয়ে গিয়ে ভিকটিমকে ছিনতাইকারী চক্রের কবল থেকে উদ্ধার করেন।
এসময় দুই ছিনতাইকারীকে হাতেনাতে ধরেন তারা। আটকরা হলেন— বরিশালের বাকেরগঞ্জ থানাধীন শরশী এলাকার সেকান্দার হাওলাদারের ছেলে রাকিব হাওলাদার (২৬) এবং মুলাদী থানাধীন কাজিরচর গ্রামের মিরাজ হাওলাদারের ছেলে মো. ইমন (২৩)।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছিনতাই দৃশ্য দেখে উপস্থিত জনতা এগিয়ে এলে বাকি ছিনতাইকারীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে ভিকটিমের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঢাকা রেলওয়ে থানায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
জেএন/পিআর