চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানায় দায়েরকৃত শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. আজিজকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দিবাগত রাত ২টার দিকে পটিয়া উপজেলার ভাটিখাইন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব-৭।
গ্রেপ্তার মো. আজিজ বাকলিয়া থানাধীন দোস্ত মোহাম্মদ এলাকার পশ্চিম পাড়ার মৃত মতিউর রহমানের ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তি গত বছর অক্টোবর মাসে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/২০২০) এর ৯(১) আইনে রুজু হওয়া নগরীর বাকলিয়া থানার ২নং মামলার আসামি।মামলার পর থেকে গ্রেপ্তার এড়াতে চট্টগ্রামের জেলা-উপজেলার বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায় আজিজ।
সবশেষ পটিয়ার ভাটিখাইনে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযানে নামে র্যাব। অভিযানে গ্রেপ্তার হয় পলাতক এ আসামি।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেপ্তার আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
জেএন/পিআর