পটিয়ায় ৩ বসতঘরে দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও স্বর্ণসহ মালামাল লুট

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পটিয়া উপজলার ভাটিখাইন এলাকার মাহাবুব চেয়ারম্যানের বাড়ি এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

- Advertisement -

বুধবার (৫ মার্চ) গভীর রাতে ৭/৮ জনর একটি ডাকাত দল ওই এলাকার তিনটি বাড়িতে হানা দিয়ে অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে নগদ টাকা, স্বণার্লংকার ও মোবাইলসটসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

- Advertisement -google news follower

পরে ডাকাতির খবরে পটিয়া থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌছালেও ততক্ষনে ডাকাতদল পালিয়ে যায়।

বহস্পতিবার সকালে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছে।

- Advertisement -islamibank

ভিকটিম ওবায়দুল আলম শহীদ জানান, বুধবার রাতে বাড়ির পাশের শ্রীমাই খালর বেঁড়ীবাধের কাজ শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন ডাকাত পথরোধ করে অস্ত্র ঠেকিয়ে ঘরে নিয়ে যায়।

পরে এ চক্রের আরও কয়েকজন বাড়িতে ঢুকে সকলকে ভয়ভীতি দেখিয়ে নগদ ২০ হাজার টাকা, মোবাইল ও আমার স্ত্রীর এক জোড়া কানের দুল লুট করে নেয়। যাওয়ার সময় ডাকাতদল পাশ্ববর্তী আবু তাহেরের বাড়িতেও হানা দেয়। ওই ঘর থেকেও নগদ ৩০ হাজার টাকা ও ২টি মোবাইল সেট লুট করে নিয় যায়।

পরে আরও একটি বাড়িতে ডাকাতি শুরু করলে প্রতিবেশীরা সৌর চিৎকারে ডাকাতদল পালিয়ে যায়।

এ বিষয়ে পটিয়া থানার ওসি আবু জায়দ মাহাম্মদ নাজমুন নূর জানান, ডাকাতির খবর পেয়ে থানা থেকে একটি টিম নিয়ে ঘটনাস্থলে যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালিয় যায়।

স্থানীয়দের বরাতে ওসি জানান, ডাকাতদলের বেশিরভাগ সদস্যই পাহাড়ি মগ চাকমা জাতির। প্রত্যেকের হাতে বন্ধুকসহ বিভিন্ন ধরনের অস্ত্র ছিল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM