দেশীয় বস্ত্র ও কুটির শিল্প রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: মেয়র

অনলাইন ডেস্ক

নগরীর জিইসি মোড়ে অবস্থিত জিইসি কনভেনশন সেন্টার মাঠে বৃহস্পতিবাররমজান মাসব্যাপী ঈদ বস্ত্র, জামদানী ও ক্ষুদ্র শিল্প মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন মেয়র ডা. শাহাদাত। এরপর তিনি মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন।

- Advertisement -

মেলা দেশীয় জামদানী, হস্তশিল্প, বিভিন্ন প্রকার পোশাক ও ক্ষুদ্র শিল্পের পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

- Advertisement -google news follower

অনুষ্ঠানে মেয়র বলেন, “আমাদের কুটির শিল্প ও দেশীয় বস্ত্রশিল্পের সমৃদ্ধ ইতিহাস রয়েছে। কিন্তু বর্তমানে আধুনিক ফ্যাশনের কারণে দেশীয় পণ্যের বাজার সংকুচিত হচ্ছে। আমরা যদি সবাই দেশীয় পণ্যের প্রতি আগ্রহী হই, তাহলে এ শিল্প আরও বিকশিত হবে এবং আমাদের অর্থনীতি শক্তিশালী হবে।”

“জামদানি আমাদের গর্বের প্রতীক, যা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই শিল্প শুধু একটি কারুশিল্প নয়, বরং এটি আমাদের পূর্বপুরুষদের সৃজনশীলতার প্রতিফলন। জামদানি শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বর্তমানে আধুনিক ফ্যাশনের প্রভাব ও বিদেশি কাপড়ের আধিপত্যের কারণে আমাদের ঐতিহ্যবাহী বস্ত্রশিল্প চ্যালেঞ্জের মুখে পড়েছে। তাই আমাদের দায়িত্ব দেশীয় শিল্পীদের পাশে দাঁড়ানো, তাদের যথাযথ সহায়তা প্রদান করা এবং জামদানি ও অন্যান্য কুটির শিল্পের বাজার সম্প্রসারণে উদ্যোগী হওয়া। আমরা চাই, জামদানি শিল্পী ও ক্ষুদ্র উদ্যোক্তারা উপযুক্ত প্রশিক্ষণ, ন্যায্য মূল্য এবং আধুনিক প্রযুক্তির সুবিধা পান, যাতে তারা আন্তর্জাতিক বাজারেও প্রতিযোগিতা করতে পারেন। সবাই মিলে একসঙ্গে কাজ করলে আমরা জামদানি ও কুটির শিল্পের হারানো গৌরব পুনরুদ্ধার করতে পারব।”

- Advertisement -islamibank

তিনি আরও বলেন, “ঈদ শুধু উৎসব নয়, এটি আমাদের শিল্প ও সংস্কৃতির সঙ্গেও জড়িত। দেশীয় তাঁত ও ক্ষুদ্রশিল্পের উন্নয়ন ও প্রসারে আমাদের সবাইকে সচেতন হতে হবে। দেশীয় শিল্পকে বাঁচাতে দেশীয় পন্য ব্যবহারের মাধ্যমে দেশীয় বস্ত্র ও কুটির শিল্পকে বাঁচিয়ে রাখাতে সবাইকে এগিয়ে আসতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মেলার উদ্যেক্তা মোঃ জহির আলম, চট্টগ্রাম মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ আলম, চট্টগ্রাম দায়রা জজ আদালত বিভাগীয় পিপি এ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, ডেবারপাড় ইউনিট বিএনপি সভাপতি আলাউদ্দিন সওদাগর, মহানগর বিএনপি সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, যুবদল নেতা জিহাদুর রহমান জিহাদ, নুর হোসেন উজ্জ্বল, শফিক আহম্মেদ মুরাদ, নুরুল ইসলাম, ফারুক সিকদার, মোহম্মাদ কামাল, মোঃ হাসেম, তৈয়ব হাসান সহ নগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সহ ব্যবসায়ী হান্নান শিকদার, শহীদ আকতার বাবুল ও ব্যবসায়ী সালাউদ্দিন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM