ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত অন্তত ২৫

ভিনদেশ ডেস্ক :

ইউক্রেনজুড়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত ২৫ জন নিহত হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

- Advertisement -

স্থানীয় কর্মকর্তারা শনিবার বলেছেন, দোনেতস্কে রাশিয়ান বাহিনীর হামলায় নিহত হয়েছে অন্তত ১১ জন।

- Advertisement -google news follower

এছাড়া এই হামলায় আহত হয়েছে অন্তত ৪০ জন। আহতদের মধ্যে ছয়জন শিশু রয়েছে। এ ছাড়া খারকিভ, ওদেসাসহ বিভিন্ন অঞ্চলে রুশ বাহিনীর হামলায় অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রাশিয়া ছোড়া ক্ষেপণাস্ত্র আটটি আবাসিক ভবন এবং একটি শপিং সেন্টারে আঘাত হানে।

- Advertisement -islamibank

গত ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে নজিরবিহীন বাগবিতণ্ডায় জড়ান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এই ঘটনার পর জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে এক প্রকার বের করে দেওয়া হয়। সেইসঙ্গে ভেস্তে যায় বিরল খনিজ চুক্তি।

এরপর ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দিয়ে যে সাহায্য করা হতো সেটিও বন্ধ করে দেয় ট্রাম্প প্রশাসন।

এসব ঘটনার পর থেকে ইউক্রেনে হামলার পরিমাণ বাড়িয়েছে রাশিয়ান বাহিনী।

রুশ বাহিনীর সর্বশেষ এই হামলার পর পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, যখন কেউ বর্বরদের তুষ্ট করে তখন এটিই ঘটে। বেশি করে বোমা, বেশি করে আগ্রাসন, বেশি করে ভুক্তভোগী।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এরপর থেকে আজ পর্যন্ত টানা তিন বছরের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM