কর্তব্যরত সাংবাদিকের ওপর হামলা, সিইউজের নিন্দা

মিডিয়াপাড়া ডেস্ক :

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের শোকসভায় মারামারি দৃশ্য ধারণকালে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছিত করার তীব্র নিন্দা, প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

- Advertisement -

যমুনা টিভির স্টাফ রিপোর্টার মামুনুর রশীদ অভি ও স্টাফ ক্যামেরাপার্সন সুজন চন্দ্র দাশের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় জড়িতদের দ্রুত তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

- Advertisement -google news follower

রোববার (৯ মার্চ) চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শনিবার বিকেলে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটি এ শোকসভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

- Advertisement -islamibank

যমুনা টিভির স্টাফ রিপোর্টার মামুনুর রশীদ অভি ও স্টাফ ক্যামেরাপার্সন সুজন চন্দ্র দাশ সেই অনুষ্ঠান কাভার করতে যান। সেখানে মারামারির দৃশ্য ধারণকালে সুজন চন্দ্র দাশ হামলার শিকার হন। এ সময় মামুনুর রশীদ অভি এগিয়ে আসলে তাকেও লাঞ্ছিত করা হয়।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সিইউজে নেতৃবৃন্দ বলেন, মামুনুর রশীদ অভি ও সুজন চন্দ্র দাশের ওপর হামলা দেশের সামগ্রিক সাংবাদিকতার অনিরাপদ পরিবেশের প্রতিভূ।

সাংবাদিকরা নিজেদের দায়বদ্ধতা ও পেশাগত দায়িত্বের অংশ হিসেবে নিরপেক্ষভাবেই সংবাদ পরিবেশন করে থাকেন। পেশীশক্তি দিয়ে সাংবাদিকতাকে রুখে দেওয়ার চেষ্টা দেশের সংবিধানস্বীকৃত সাংবাদিকতার স্বাধীনতার ধারণা পরিপন্থী।

এ ধরনের কর্মকাণ্ড সমাজকে আইনের শাসনহীনতা ও নৈরাজ্যের দিকে ঠেলে দেয়। আমরা মনে করি, যারা সত্যকে ভয় পায়, একমাত্র তারাই স্বাধীন সাংবাদিকতাকে ভয় পায়।

আমরা আশা করি, এ ঘটনায় প্রশাসন সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে। অন্যথায় সিইউজে সাংবাদিকদেরকে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM