চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের পশ্চিম ডাবুয়া গ্রামের গণি চৌধুরী বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার (৮ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে ওই বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এতে এক শিশুর মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় মো. মুসা, মো. ইউসুফ ও মো. ইদ্রিস মিয়ার বসতঘর।
নিহত ফয়সাল ওই এলাকার প্রবাসী রহমত উল্লাহ কাদেরের ছেলে। সে রাউজান বিআরসি স্কুল থেকে উত্তীর্ণ হয়ে রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত ছিলেন বলে জানা ।
ক্ষতিগ্রস্থরা জানান, অন্যান্য দিনের মতো রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়েছিলেন ফয়সালের পরিবার। রাত দেড়টার সময় ভবনের সাথে লাগানো রান্নাঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।
মুহুর্তেই লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে সকলে বাড়ি থেকে নিরাপদে বের হয়ে আসলেও ঘুমন্ত ফয়সাল ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে আটকা পড়ে।
পরে তাকে হাসপাতলে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। অগ্নিকাণ্ডে সৃষ্ট ধোয়ায় শ্বাসরোধ হয়ে ফয়সালের মৃত্যু হয়েছে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শাসুল আলম বলেন, আগুনের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট রাত পৌণে ২টার দিকে কাজ শুরু করে।
আমরা যাওয়ার আগে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে আরেকটি পাকা বাড়ির দ্বিতল ভবনের ফয়সাল নামের এক শিশু আগুনের হিটে শ্বাসরোধ হয়।
তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই স্কুলছাত্রকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে। আমরা দীর্ঘ প্রচেষ্টায় তিন পরিবারে আগুন নিয়ন্ত্রণে আনি।
এদিকে প্রিয় পুত্র সন্তারের মৃত্যুর সংবাদ পেয়ে দেশে ছুটে আসেন প্রবাসী কাদের। বাড়িতে পৌছান সকাল ১১টায়। তার আজাহারিতে ভারি হয়ে উঠে সেখানকার পরিবেশ।
জেএন/পিআর