মাদকাসক্ত জামাতার বিরুদ্ধে শাশুড়িকে হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক কলহের জেরে শাশুড়িকে লোহার রডের আঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে মাদকাসক্ত মেয়ে জামাইয়ের বিরুদ্ধে।

- Advertisement -

রবিবার (৯ মার্চ) সকাল ৬টার সময় উপজেলার পরৈকোড়া ইউনিয়নে ওষখাইন পূর্বপাড়া গ্রামে এঘটনা ঘটে।

- Advertisement -google news follower

নিহত শাশুড়ির নাম রশিদা বেগম (৪৫)। তিনি ওই গ্রামের বাসিন্দা বাদশা মিয়ার স্ত্রী। অভিযুক্ত জামাই হেলাল উদ্দিন মানিক (২৪) একই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ওষখাইন পূর্বপাড়া গ্রামের ফরিদের ছেলে হেলাল উদ্দিন প্রকাশ মানিকের সাথে তার স্ত্রী হাফসা আকতারের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। হেলাল জুয়া খেলে এবং ঋণগ্রস্থ।

- Advertisement -islamibank

সম্প্রতি কিস্তির টাকা পরিশোধ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। ঘটনার দিন জামাইকে বুঝানোর চেষ্টা করে ব্যর্থ হয় শাশুড়ি রশিদা।

একপর্যায়ে মেয়ের জামাই ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে শাশুড়িকে আঘাত করলে ঘটনাস্থলেই শাশুড়ির মৃত্যু হয়। ঘটনার পর মেয়ের জামাই হেলাল পলাতক রয়েছে বলেও জানান স্থানীয়রা।

এ বিষয়ে আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তৈবুর রহমান বলেন, খুনের ঘটনার খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে অভিযুক্ত জামাই হেলাল উদ্দিন ঘটনার পরপর পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM