চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে প্রবাসী মো. মফিজ প্রকাশ মহিউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি মো. শেখ ফরিদ প্রকাশ শরীফ (৩৫)কে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
শনিবার রাতে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন উত্তর কাট্টলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শরীফ জোরারগঞ্জ থানাধীন নোয়াপাড়া এলাকার মিছিল আহমেদের ছেলে।
রবিবার (৯ মার্চ) সকালে র্যাব থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত মহিউদ্দিন দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন।
গত ৪ বছর আগে সে দেশে ফিরে পার্শ্বর্বতী এলাকার জৈনক শেখ ফরিদের সাথে তার বোনের বিয়ে দেন।
বিয়ের পর থেকে আর্থিক সংকটে পারিবারিক কলহ শুরু হলে বোন জামাইয়ের চিন্তা দুর করতে ব্যবসার জন্য ১৫ লাখ টাকা দেন নিহত মহিউদ্দিন।
চলতি বছরে সে দেশে ফিরে তার বোন জামাইয়ের কাছে টাকা ফেরত চান। এ নিয়ে দুপরিবারে ঝগড়া হয়।
সবশেষ গত ২১ ফেব্রুয়ারি রাতে নিহত ভিকটিম জোরারগঞ্জ থানাধীন নোয়াপাড়া এলাকায় তার বোনের শ্বশুর বাড়িতে গেলে বোন জামাই শেখ ফরিদ এবং তার পরিবারের রোষানলে পড়েন।
একপর্যায়ে প্রবাসী মহিউদ্দিনকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরতর রক্তাক্ত জখম করে।
স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত ভিকটিমের বোন বাদী হয়ে জোরাগঞ্জ থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলার দায়ের করেন। এ মামলায় এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত অব্যাহত রাখে।
শনিবার রাতে ঘাতকের অবস্থান নিশ্চিত হয়ে নগরীর পাহাড়তলী থানাধীন উত্তর কাট্টলী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে জোরারগঞ্জ থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।
জেএন/পিআর