জার্মানি ও সুইডেনসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে তীব্র তুষারঝড়ে এ পর্যন্ত প্রাণহানি ঘটেছে অন্তত ১৭ জনের। বন্ধ হয়ে গেছে অনেকগুলো আঞ্চলিক সড়ক। জনসাধারণকে পোহাতে হচ্ছে দুর্ভোগ।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, তুষারঝড়ের কারণে জার্মানি ও সুইডেনে ট্রেন চলাচলসহ অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শনিবার (১২ জানুয়ারি) পর্যন্ত অবস্থার কোন উন্নতি দেখা যায়নি। সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়ে আবহাওয়াবিদরা বলছেন, সামনের দিনগুলোতে তুষারঝড়ের তীব্রতা আরও বাড়তে পারে।
জানা যায়, জার্মানির বাভারিয়ার বৃহস্পতিবার (১০ জানুয়ারি) তুষারঝড়ের কারণে একটি গাছ পড়ে নিহত হয় নয় বছরের এক শিশু। এর আগে অস্ট্রিয়াতে তুষারঝড়ে মারা গেছেন সাতজন। এছাড়া আরো কয়েকটি দেশে প্রাণহানির ঘটনা ঘটেছে।
জয়নিউজ/জুলফিকার