ময়মনসিংহে অটোরিকশা-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

অনলাইন ডেস্ক

ময়মনসিংহের ফুলপুরে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন।

- Advertisement -

সোমবার (১০ মার্চ) সকাল ৯টার দিকে ফুলপুর উপজেলার জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের মাওড়াদেওরা চওরা বাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

- Advertisement -google news follower

জানা গেছে, নকলা থেকে ফুলপুর যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। ট্রাকটি ময়মনসিংহ থেকে শেরপুরের দিকে যাচ্ছিল।

ফুলপুর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ট্রাক-অটোরিকশার সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে নিহত এবং আহতদের পরিচয় পাওয়া যায়নি। ট্রাকটি পালিয়ে গেছে। আমাদের আইনিপ্রক্রিয়া চলমান রয়েছে।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM