নারীদের নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন ছুড়লেন অভিনেত্রী মিথিলা

বিনোদন ডেস্ক :

সম্প্রতি মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন শিশুটি।

- Advertisement -

ঘটনাটি নিয়ে নারীর প্রতি সহিংসতা রোধে বিভিন্ন জায়গায় প্রতিবাদ সমাবেশ হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ প্রকাশ চলছে।

- Advertisement -google news follower

তেমনিই এক পোস্টে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ‘ধর্ষণের শিকার আট বছর বয়সী কন্যা শিশু! কিন্তু এটি নতুন কোনো ঘটনা নয়।

- Advertisement -islamibank

এই অভাগা দেশে প্রতি বছর গড়ে ৬০০ থেকে হাজার খানেক শিশু ধর্ষণের শিকার হয়। শিশু ও নারীর প্রতি সহিংসতা মানে না বয়স, পোশাক, সামাজিক অবস্থান, ধর্ম, বর্ণ, জাত, পরিচয়। কখনো মানেনি, মানবেও না’।

তিনি আরও লিখেছেন, ‘কোনো রাজনৈতিক দল ক্ষমতার পালাবদলে কখনোই শিশু ও নারীর প্রতি সহিংসতাকে গুরুত্বপূর্ণ মনে করেনি, এখনো করে না।

অর্থনৈতিক উন্নয়নের সূচকের কাছে, ধর্ষণের সূচক অত্যন্ত নগণ্য। তাই পিতৃতান্ত্রিকতার পতাকার তলে নারী দিবসকে প্রহসন মনে হয়’।

পরিশেষে মিথিলা লেখেন, ‘ধর্ষকের মৃত্যু চাই! ধর্ষণের বিচার চাই’।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM