কুয়েটে ছাত্ররাজনীতিতে জড়ালেই ছাত্রত্ব বাতিল

শিক্ষা ডেস্ক :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষার্থীদের জন্য ছাত্ররাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে।

- Advertisement -

কেউ রাজনীতিতে জড়িত থাকার প্রমাণ পেলে তাকে সর্বোচ্চ শাস্তি হিসেবে আজীবন বহিষ্কার করা হবে এবং ছাত্রত্ব বাতিল করা হবে।

- Advertisement -google news follower

সোমবার (১০ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. মো. সুলতান মাহমুদের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিন্ডিকেটের ৯৩তম ও ৯৮তম (জরুরি) সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত হওয়া নিষিদ্ধ করা হয়েছে।

- Advertisement -islamibank

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একাডেমিক অর্ডিনেন্স রুলস অ্যান্ড রেগুলেশন্সের ২০ নম্বর ধারা অনুযায়ী, কোনো শিক্ষার্থী বা গোষ্ঠী রাজনৈতিক কার্যক্রমে যুক্ত হতে পারবে না।

তদন্তে সম্পৃক্ততা প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, যার সর্বোচ্চ সাজা আজীবন বহিষ্কার।

এই সিদ্ধান্তের পর অনেক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM