হাটহাজারীতে ৪ মাদকসেবিকে জেল জরিমানা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার আব্বাসিয়ার পুল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৪ মাদকসেবিকে জেল ও জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

- Advertisement -

গোপন তথ্যের ভিক্তিতে আজ মঙ্গলবার (১১ মার্চ) পরিচালিত অভিযানের সময় চারজনকে মাদকাসক্ত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ২৫ গ্রাম মাদকদ্রব্য (গাজা) উদ্ধার করে ভ্রাম্যমান আদালত।

- Advertisement -google news follower

সাজাপ্রাপ্তরা হলেন, পৌরসভার কড়িয়ার দিঘীর পাড় এলাকার উকিল বাড়ির মো. নুরুল ইসলামের ছেলে মো. রুবেল (২৫), পৌরসভার চন্দ্রপুর গ্রামের রবি বনিকের ছেলে রাখাল বনিক (৩১), পৌরসভার আদর্শ গ্রামের মো. শামসুল আলমের ছেলে আব্দুল আজিজ (৩৪) ও সিলেট জেলার জাফলংয়ের রোহিঙ্গাহাট এলাকার মৃত আবদুল লতিফের ছেলে মো. জহিরুল ইসলাম (৩৭)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হাটহাজারীর (সার্কেল) পরিদর্শক এস এম আলম খাঁনের সহযোগিতায় ভ্রাম্যমান আদালতের নের্তৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফর নাহার শারমিন।

- Advertisement -islamibank

তিনি জানান, হাটহাজারী পৌরসভার আব্বাসিয়ারপুল নামক স্থানে মাদক সেবনের সময় চারজনকে হাতেনাতে আটকের পর প্রত্যেককে তিনদিন করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে দুইশত টাকা করে জরিমানা করা হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM