তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি ও তাদের সহযোগী কিছু নেতা বহুল প্রশংসিত নির্বাচনে হেরে সংলাপের কথা বলছেন। নিজেদের ব্যর্থতা ঢাকতে এ ধরনের কথা বলছেন তারা। তাদের মানসিক ও শারীরিক চিকিৎসা দরকার।
শনিবার (১২ জানুয়ারি) রাজধানীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, এবারের নির্বাচনে দেশের ইতিহাসে সবচেয়ে কম সহিংসতা হয়েছে, যা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। ড. কামাল হোসেন নিজের ব্যর্থতা ঢাকতে সংলাপের নামে ভাঁওতাবাজি করছেন।
তিনি বলেন, বিএনপি মনোনয়ন বাণিজ্য করেছে বলেই জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছে। ৩০০ আসনে ৮০০ জনকে মনোনয়ন দেবেন, আবার জয়লাভও করতে চাইবেন, জনগণ কি বোকা?
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অভিনেত্রী সারাহ বেগম কবরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভিনেতা এ টি এম শামসুজ্জামান, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নেতৃবৃন্দ।
জয়নিউজ/জুলফিকার