উয়েফা চ্যাম্পিয়নস লিগ

নকআউট স্টেজে বেনফিকাকে ৩-১ উড়িয়ে দিয়েছে বার্সা

খেলাধুলা ডেস্ক :

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬ বা নকআউট স্টেজের ফিরতি লেগে বেনফিকাকে ৩-১ উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। এই জয়ে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে উঠলো কাতালান জায়ান্টরা।

- Advertisement -

ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটেই লিড নেয় বার্সেলোনা। লামিন ইয়ামালের দারুণ অ্যাসিস্টে সহজ ফিনিশিং রাফিনিয়ার।

- Advertisement -google news follower

অবশ্য এর মিনিট দুয়েকের মাথায় সমতায় ফেরে বেনফিকা। স্কোর শিটে নাম তোলেন নিকোলাস ওটামেন্ডি।

এরপর ম্যাচের ২৭ মিনিটে, দূরপাল্লার দৃষ্টিনন্দন শটে বার্সেলোনাকে এগিয়ে নেন ইয়ামাল। সবচেয়ে কম বয়সে গোল ও অ্যাসিস্টের কীর্তি গড়েন এই স্প্যানিশ উইঙ্গার।

- Advertisement -islamibank

প্রথমার্ধের শেষ দিকে নিজের দ্বিতীয় গোলের দেখাও পেয়ে যান রাফিনিয়া। চলতি চ্যাম্পিয়ন্স লিগে এটি তার ১১তম গোল।

বিরতির পর গোলের তেমন কোন সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। পুরো ম্যাচে ৬৫ শতাংশ সময় বল দখলে রাখা বার্সেলোনা শেষ পর্যন্ত মাঠ ছাড়ে ৩-১ ব্যবধানের জয় নিয়ে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM