উখিয়ায় আগুনে পুড়ে ছাই বসতঘর,ক্ষতি ১৫ লাখ টাকা

দেশজুড়ে ডেস্ক :

উখিয়ার রাজাপালং ইউনিয়নের টাইপালং গ্রামের নুর আলম মাস্টারের সেমি পাকা বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

- Advertisement -

মঙ্গলবার (১১ মার্চ) রাত ৯টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হতাহতের কোন ঘটনা না ঘটলেও প্রায় ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

- Advertisement -google news follower

প্রাথমিকভাবে বাড়ির উঠানে জমানো ময়লার স্তূপ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে বাড়ি ও বাড়ির মালামাল সব পুড়ে ছাই হয়ে গেছে।

ঘরে থাকা স্বর্ণালংকার, ফ্রিজ, টিভি, নগদ টাকা, আলমারি, খাটসহ প্রায় ১৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। ঘনবসতিপূর্ণ ওই এলাকায় আগুনের সূত্রপাত হওয়ায় আশপাশের বাসা-বাড়িতে আতঙ্ক দেখা দেয়।

- Advertisement -islamibank

আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হয়। সংবাদ পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট একঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM