চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা এক বিমান যাত্রীর কাছ থেকে অর্ধকোটি টাকার স্বর্ণের চালান জব্দ করেছে নিরাপত্তা সংস্থার সদস্যরা।
বুধবার (১২ মার্চ) সকাল ৯টা ৩৫ মিনিটে বাংলাদেশ এয়ারলাইনসের BG-136 ফ্লাইটে জেদ্দা থেকে আসা শাহিন আল মামুন নামে এক যাত্রীর হাতব্যাগ ও প্যান্টের পকেট তল্লাশী করে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
ওই যাত্রীর নাম- শাহিন আল মামুন (পাসপোর্ট নং-এ-১২৭৭৭৮৯৩)। তিনি চট্টগ্রামের রাঙ্গামাটির বাসিন্দা।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সকাল ৮টা ৩৬মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটে জেদ্দা থেকে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান।
গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টা ৩৫মিনিটে গ্রিন চ্যানেল অতিক্রম করে আন্তর্জাতিক আগমনী ৩নং গেইট দিয়ে বের হওয়ার সময় এনএসআই টিম যাত্রী শাহিনকে চ্যালেঞ্জ করে তল্লাশী চালায়।
এ সময় তার কাছ থেকে ৪০০ গ্রাম ওজনের (২২ ক্যারেট) স্বর্ণালংকার পাওয়া যায়। জব্দ করা স্বর্ণালংকারের বাজারমূল্য ৫০ লাখ ৬৯ হাজার ২০০ টাকা (বাজুসের তথ্যানুসারে, প্রতি গ্রাম ২২ ক্যারেট স্বর্ণালংকারের বাজারমূল্য ১২ হাজার ৬৭৩ টাকা)।
তিনি বলেন, জব্দ স্বর্ণালংকার কাস্টম হাউসের শুল্ক গুদামে ডিএম মূলে জমা দেওয়া হয়েছে। এতে সরকারের ৫০ লাখ ৬৯ হাজার ২০০ টাকা রাজস্ব আয় হয়েছে।
জেএন/পিআর