ঢাকার রাজপথে ফের বিক্ষোভে নেমেছেন পোশাক শ্রমিকরা। বিক্ষোভ চলাকালে আশুলিয়াসহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মজুরি কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে এ বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।
শনিবার (১২ জানুয়ারি) ঢাকার কয়েকটি স্থানে বিভিন্ন কারখানার শ্রমিকরা সড়কে বিক্ষোভে নামে।
সকাল ১১টায় ভাষানটেকের তামান্না গার্মেন্টসের শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করে। এসময় শ্রমিকরা রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন।
মিরপুরের কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরাও রাজপথে নেমে আসেন। তাদের অবস্থানের কারণে সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
এদিকে আশুলিয়ায় বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। এসময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
প্রসঙ্গত, নতুন কাঠামোয় বেতন প্রত্যাশা অনুযায়ী পাননি বলে অভিযোগ করছেন শ্রমিকরা। তাদের দাবি, কারও কারও ক্ষেত্রে বেতন আগের চেয়ে কমে গেছে। এরপর থেকে আন্দোলনে নামেন শ্রমিকরা।
জয়নিউজ/জুলফিকার