লিবিয়ায় আটকে পড়া ১৭৬ বাংলাদেশি আজ বৃহস্পতিবার দেশে ফিরবেন। গতকাল বুধবার লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়।
ফেসবুক পোস্টে বলা হয়, ‘বাংলাদেশ দূতাবাস লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় আজ (বুধবার) ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ১০৬ জনসহ ১৭৬ বাংলাদেশিকে আইওএমের সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হচ্ছে।
’ পোস্টে আরো বলা হয়, ‘প্রত্যাবাসিত বাংলাদেশিরা বৃহস্পতিবার ভোরে লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে করে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।’
জেএন/পিআর