চট্টগ্রামে তিন বাজরে জেলা প্রশাসনের অভিযানে জরিমানা গুনল ৫ প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর বিবিরহাট, আতুরার ডিপো ও টেরিবাজারে পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নানান অপরাধে ৫টি প্রতিষ্ঠান থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসন।

- Advertisement -

বুধবার বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার এবং সুমন মন্ডল অপুর নেতৃত্বে নগরীর বিবিরহাট ও আতুরার ডিপো এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা নাজনীন সেতুর নেতৃত্বে নগরীর টেরিবাজারে পৃথক দুটি অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

- Advertisement -google news follower

জেলা প্রশাসনসূত্র জানায়, বিবিরহাট ও আতুরার ডিপোতে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সয়াবিন তেল, খেজুর, ডিম, ফলমূলসহ বিভিন্ন পণ্যের বাজার পরিদর্শন করা হয়। এ সময় পণ্যের মোড়ক ঠিকমতো না থাকা, মূল্য তালিকা হালনাগাদ না থাকায় কৃষি বিপণন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৪টি প্রতিষ্ঠানকে ৪টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে টেরিবাজারে অভিযান পরিচালনা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইন্সটিটিউট আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১টি প্রতিষ্ঠানকে ১টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

- Advertisement -islamibank

তাছাড়া উভয় বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রির দোকানসমূহে বিশেষ নজরদারি জোরদার করা এবং মজুদদারি রোধে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়। পুরো রমজান মাসব্যাপী বাজার মনিটরিং টাস্কফোর্সের নিয়মিত অভিযান চলমান থাকবে বলে জানায় জেলা প্রশাসন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM