চট্টগ্রামে বাসচাপায় দুই স্কুল শিক্ষার্থীসহ নিহত ৩

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদরে সড়ক দুর্ঘটনায় দুই স্কুল শিক্ষার্থী ও এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর আরেক শিক্ষার্থীও গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

- Advertisement -

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ব্যাটারিচালিত একটি অটোরিকশা করে কোচিংয়ে যাওয়ার পথে চট্টগ্রামমুখী পূববী পরিবহনের একটি বাস চাপায় হতাহতের ঘটনাটি ঘটে।

- Advertisement -google news follower

নিহতরা হলেন দোহাজারী জামিজুরি এলাকার চান গাজীর বাড়ির বাসিন্দা মৃত আমানত উল্লাহ’র ছেলে রিকশাচালক রুহুল আমিন (৪৫), দোহাজারী জামিজুরি জামির জুড়ি চেয়ারম্যান বাড়ির জসিম উদ্দিনের দুই সন্তান উম্মে হাবিবা রিজভী (১৫) ও ওয়াকার উদ্দীন আদিল (১২)।

একই ঘটনায় আহত হয়েছেন দোহাজারী জামিজুরি চান গাজীর বাড়ির আব্দুল্লাহ’র মেয়ে ও নবম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫)। রিজভী-আদিল ও তুশিন দোহাজারী পাঠশালা পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

- Advertisement -islamibank

এদিকে এ ঘটনার জের ধরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয়রা। এতে মহাসড়কটিতে দীর্ঘসময় ধরে যান চলাচল বন্ধ রয়েছে।

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ওসি সুবরঞ্জন চাকমা জানান, সড়ক দুর্ঘটনায় হতাহতের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের কাছ থেকে জানতে পারি, বাসচাপায় ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়েছে।

আহত তুশিনকে প্রথমে দোহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটির চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে। তাছাড়া স্থানীয়দের সাথে কথা বলে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে হাইওয়ে পুলিশের টিম।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM